মুস্তাফিজদের হারের কারণ বললেন সাঙ্গাকারা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ |
খবর > খেলা
মুস্তাফিজদের হারের কারণ বললেন সাঙ্গাকারা

পদ্মাটাইমস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসকে ১৫৪ রানেই আটকে দিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ওই রান টপকে যেতে পারেননি সাঞ্জু স্যামসানরা। ম্যাচ হেরেছেন ৩৩ রানের বড় ব্যবধানে। এই ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের অসতর্কতাকে দায়ী করেছেন রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা।

তিনি বলেছেন, ‘১৫৪ রানে দিল্লিকে আটকে দেওয়া দারুণ ব্যাপার। আমাদের প্রথম ১০ ওভারে অসতর্ক না হয়ে ব্যাটিং করলেই হতো। দুর্ভাগ্যবশত দিল্লি আমাদের চেপে ধরেছিল। তারা মাথা খাটিয়ে বল করেছে, আমরা সেটা পার করতে পারিনি।’

সাঙ্গাকারা আরও বলেন, ‘লোয়ার মিডল অর্ডার নিয়ে আমি বেশি চিন্তিত না। তারা আমাদের আইপিএলের প্রথম অংশে অনেক কিছু এনে দিয়েছিল। আমি নিশ্চিত তারা আরও অনেক কিছু এনে দেবে। ১৫৫ রানের লক্ষ্য আমাদের তাড়া করা উচিত ছিল। বিশেষত আমাদের যেমন ব্যাটিং শুরু থেকে শেষ অবধি। কিন্তু নির্দিষ্ট দিনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না।’

দলের ইনজুরি নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘এটা দুর্ভাগ্যের যে আমাদের দলে বেশ কয়েকটা ইনজুরি আছে। লুইস ও মরিস খেলতে পারেনি। কিন্তু আমাদের হাতে বিকল্প আছে। এটা কেবল পরিবর্তনের ব্যাপার না। যারাই খেলবে, তারা খেলার পরিকল্পনারই অংশ। তারা জানে কোন পরিস্থিতিতে কী করতে হবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে