দ্বিতীয়-তৃতীয় হতে নয়, শিরোপা জিততে বার্সার জার্সি পরেছেন পিকে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১; সময়: ২:২৮ অপরাহ্ণ |
খবর > খেলা
দ্বিতীয়-তৃতীয় হতে নয়, শিরোপা জিততে বার্সার জার্সি পরেছেন পিকে

পদ্মাটাইমস ডেস্ক : খুবই বাজে সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর্থিক সমস্যায় জর্জরিত ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যানও রয়েছেন বরখাস্ত হওয়ার শঙ্কায়। এরই মধ্যে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) লা লিগায় কাদিজের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। এবারের লিগে পাঁচ ম্যাচে বার্সার এটি তৃতীয় ড্র, যে কারণে ক্লাব কর্তা থেকে শুরু করে খেলোয়াড়রাও সমর্থকদের তোপের মুখে পড়েছেন। তাদের শান্ত করতে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বললেন, তারাও চেষ্টা করছেন একত্রে ভালো কিছু করতে, দলকে শিরোপা জেতাতে।

লিওনেল মেসি চলে যাওয়ায় বার্সার বর্তমান অধিনায়কদের মধ্যে অন্যতম জেরার্ড পিকে। আবেগের ক্লাব সমর্থকদের রোষানলে পড়ায় তাই নেতার মতো তিনিই সামনে এগিয়ে এলেন। বললেন জয়ের কথা, ক্লাবকে সাফল্য দেওয়ার কথা। টেলিকমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান মুভিস্টারকে তিনি বলেন, ‘প্রত্যেকেই জিততে চায়। এটা সফল করতে অনেকভাবে কাজ করা যেতে পারে। আমরা অভিযোগ করতে পারি, আবার চাইলে একত্রে ভালো কিছুর জন্য লড়তেও পারি।’

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৫৭১টি ম্যাচ খেলা পিকে যোগ করেন, ‘আমরা দীর্ঘ ১২ বছর ধরে এলিট পর্যায়ে। এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শেষ না হওয়া পর্যন্ত আমরা প্রতিযোগিতা করতে চাই। এটা নিয়ে কেউই সন্দেহ করবেন না।’

পিকের ভাষ্য, ক্লাবের এই অবস্থায় একদমই শান্তিতে নেই তিনি। ‘এমন একটা অবস্থায় মধ্যে দিয়ে যাচ্ছি যাতে আমরা অভ্যস্ত না। এটা অশান্ত এক বছর, ক্লাবের সভাপতি পরিবর্তন হলো, কোচ পরিবর্তন হলো। এখন আমাদের সর্বোচ্চটা দিয়ে ক্লাবের জন্য ভালো কিছু করার চেষ্টা করা উচিত। আমি দ্বিতীয় কিংবা তৃতীয় হতে এই ক্লাবের জার্সি গায়ে চাপাইনি, শিরোপার জেতাই লক্ষ্য।’

পিকের আগে বার্সেলোনার দুরবস্থা দূরীকরণে কথা বলেছেন দলটির সাবেক ডিফেন্ডার কার্লোস পুয়োলও। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পুয়োল বলেন, ‘বার্সেলোনা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ক্লাবকে সমর্থন করা জারি রাখি তবে সামনে এগোনো সহজ হবে।’

মেসিকে হারিয়ে ধুঁকতে থাকা বার্সার এই অবস্থায় পুয়োলের বার্তাটিকে প্রায় সব সমর্থকই ইতিবাচকভাবে নিচ্ছেন। অনেকে ক্লাবকে বিপদ থেকে উদ্ধারের জন্য সাবেকদের হস্তক্ষেপও কামনা করছেন। কেউ কেউ বলছেন সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজকে দেওয়া হোক ক্লাবের কোচের দায়িত্ব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে