সাকিবকে ছাড়াই মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে কলকাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১; সময়: ৪:৩৮ অপরাহ্ণ |
খবর > খেলা
সাকিবকে ছাড়াই মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে কলকাতা

পদ্মাটাইমস ডেস্ক : পয়েন্ট টেবিলের চারে ওঠার মিশনে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ম্যাচে সাকিবের পরিবর্তে খেলতে পারেন সুনীল নারিন।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী এ ম্যাচে খেলার সম্ভাবনা কম টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার জায়গায় কলকাতার বাছাই হতে পারে ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। যদিও কলকাতার আগের ম্যাচে খুব একটা সফল ছিলেন না নারিন। ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় কোনো উইকেট পাননি তিনি। এ পারফরম্যান্স বিবেচনা করলে মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার একাদশে সাকিবের নাম দেখা গেলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না।

বর্তমানে ৮ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। তাদের রানরেটও ঋণাত্মক। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে মুখোমুখি দেখায় জয় পেলে মুম্বাইয়ে টপকে পয়েন্ট টেবিলের চারে চলে আসবে কলকাতা। মুখোমুখি দেখায় অতীত ইতিহাসে কলকাতার চেয়ে সফল মুম্বাই ইন্ডিয়ান্স। দুদল এখন পর্যন্ত খেলেছে ২৮টি ম্যাচ। যেখানে কলকাতার নামমাত্র ৬ জয়ের বিপরীতে মুম্বাইর জয় ২২ ম্যাচে। আরও উল্লেখ্য বিষয় হলো মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ চার ম্যাচে কোনো জয় নেই কলকাতার।

করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে দুই উইকেট নিয়েছিলেন সাকিব। এর আগে কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে দুটি আইপিএল শিরোপা জিতেছেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেওয়ায় সমর্থকরা নাইট রাইডার্স কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয়েছিল। মাঝে দুই মৌসুম সানরাইজ হায়দ্রাবাদে কাটালেও এ বছর কেকেআর ৩.২ কোটি রুপিতে সাকিবকে পুনরায় নিলামে কিনে নেয়। এই দলের হয়েই তিনি টানা সাত বছর খেলেছিলেন।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, সৌরভ তিওয়ারি, কেইরন পোলার্ড, ক্রুনাল পান্ডেয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জাসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

কলকাতার সম্ভাব্য একাদশ:

ভেঙ্কটেস আয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাটি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, ভরুন চক্রবর্তী ও প্রসিধ কৃষ্ণা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে