সাবিনাদের জন্য অপেক্ষা করছে ‘বড় পুরস্কার’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১; সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ |
সাবিনাদের জন্য অপেক্ষা করছে ‘বড় পুরস্কার’

পদ্মাটাইমস ডেস্ক : এশিয়া কাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। উজবেকিস্তানের তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায়।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে নেপালের কাঠমান্ডু থেকে রওনা হয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টায় তারা তাসখন্দে পৌঁছান। এরপর বিকেলে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিপেন্দ্র চন্দ্র দেবনাথ হোটেলে এসে সাবিনাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দলকে উৎসাহ দিতে শনিবার (১৮ সেপ্টেম্বর) উজবেকিস্তান গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।

সাবিনাদের সঙ্গে সাক্ষাৎ করে মাহফুজা আক্তার কিরণ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, ম্যাচ জিতলেই সাবিনারা পাবেন ৩ হাজার ডলার পুরস্কার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা), ড্র করলে পাবেন এক হাজার ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা।

কিরণ বলেন ‘দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ড্রয়ের জন্য খেলব না, জয়ের জন্য খেলব। জয়ের জন্য পুরস্কারও পাবে তোমরা।’এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে নেপালে দুটি প্রস্ততি ম্যাচ খেলেছে সাবিনা- সানজিদা- কৃষ্ণারা। সেই ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লাল-সবুজ জার্সিধারীরা।

এবার তাদের প্রতিপক্ষ জর্ডান। ফিফা র‌্যাংকিংয়ে জর্ডানের অবস্থান ৬৩ আর বাংলাদেশের ১৩৭। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও সেরাটা দিতে শতভাগ প্রস্তুত গোলাম রব্বানী ছোটনের দল।

২০১৪ সালে সবশেষ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেবার কোনো সাফল্য পায়নি বাংলার জয়ীতারা। এরপর অবশ্য ২০১৮ সালে আর অংশ নেওয়া হয়নি সাবিনাদের। এবার দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ভালো কিছুর প্রত্যয় লাল-সবুজদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে