রহস্যময় পোস্টের উত্তর দিলেন সাকিব

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
রহস্যময় পোস্টের উত্তর দিলেন সাকিব

পদ্মাটাইমস ডেস্ক : নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি রহস্যময় এক পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় চলছে। তবে সেই রহস্য দু’দিনের বেশি আটকে রাখেননি মিস্টার সেভেনটি ফাইভ। ফের এক পোস্টে দিয়ে দিলেন উত্তর।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন সাকিব। সেখানে দেখা যায়, সাদা কেডস পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

পোস্টে সাকিব লেখেন, ‘বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?’ পোস্টটি ভাইরাল হতে মোটেও সময় নেয়নি। এ নিয়ে মন্তব্য বক্সে মতামতের বন্যা বয়ে যায়। কেউ বলেছেন ফ্লোর, কেউ বলেছেন জুতা। অনেকে বলেছেন, দু’টিই সুন্দর। তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?

একজন লেখেন, জুতাগুলো সুন্দর কিন্তু জুতার রঙ আর টাইলসের রঙ একই লাগছে। কোনোটাই সুন্দর লাগছে না বস! আরেকজন লিখেছেন, সাকিব ভাই যেহেতু জুতা পড়েছেন তাই জুতাই বেশি সুন্দর। শাখাওয়াত মিশু নামে একজন লিখেছেন, দুটিই ভালো লাগছে। তবে এ দুটি তুলনার রহস্য কি? সেটা জানা দরকার। এভাবে আরও অসংখ্য মন্তব্য আসে।

সেই রহস্যময় পোস্টে করা প্রশ্নের জবাব দিয়েছেন শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে। এবারের পোস্টে সেই ফ্লোরের ছবি পোস্ট করেন সাকিব। কিন্তু ছবিতে জুতা জোড়া দেখা যাচ্ছে না। ক্যাপশনে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন, আমার কাছে টাইলসটাই সুন্দর লাগছে!

এ পোস্টটিও ভাইরাল হতে সময় লাগেনি। অসংখ্য লাইক-রিঅ্যাক্ট মন্তব্য জমা পড়ছে। মন্তব্য বাক্সে মজায় মেতেছেন অনুরাগীরা। উদয় বিশ্বাস নামে এক ভক্ত লিখেছেন, তাহলে ত আমাকেও লাগাতে হয়। ইয়ে মানে টাইলস। সোহাগ নামে একজন লিখেছেন, আমার কাছে বিজ্ঞাপনের চুক্তিপত্রটা সুন্দর লাগছে। কয়েকদিন পর হয়তো জুতার ঘেঁষায় টাইলসের রং উঠে যাবে। কিন্তু চুক্তিপত্রের…পরিমাণটা সামান্যও কমবে না।

মারুফ ইসলাম ইফতি নামে একজন লিখেছেন, জুতার কোম্পানিটা টাকা কম দিসে? এইজন্য এই ধাপে জুতার ছবি বাদ দিয়ে শুধু টাইলস? হিমু আকতার নামে একজন লিখেছেন, সুন্দর বুঝলাম, আপনার বাসায় লাগাইছেন তো? জাতি ছবি দেখতে চায়। এমনই আরও অসংখ্য মন্তব্য ছেয়ে যাচ্ছে কমেন্ট বাক্স।

এদিকে, আঙুলের পুরনো ব্যথা ফিরে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলেননি সাকিব আল হাসান। বাংলাদেশের পোস্টারবয়কে এখন টি-টেয়েন্টিতে মালিঙ্গার সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত। তাতে কী! আরও কত কিছুতেই তো উজ্জ্বল সাকিব আল হাসান।

আইসিসির সবশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়েছেন তিনি। এর ফলে সেরা দশজনের তালিকায় নাম লিখিয়েছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬২৮। তালিকার ১২ নম্বর থেকে ৯’এ উঠেছেন সাকিব।

এর মধ্য দিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা হলো সাকিবের। এর আগে আইসিসির নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠে নামতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে