লঙ্কানদের বিশ্বকাপ দলে চমক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১; সময়: ২:২৬ অপরাহ্ণ |
লঙ্কানদের বিশ্বকাপ দলে চমক

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বেশ চমক দিয়েই বিশ্বকাপের জন্য দল দিয়েছে তারা। লঙ্কান দলে জায়গা পেয়েছেন নতুন রহস্য স্পিনার মাহেশ থিকশানা। দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হওয়া এই বোলার এরই মধ্যে গড়েছেন রেকর্ড। এ ছাড়া টপঅর্ডারের দুই ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে ও কামিন্দু মেন্ডিসকে অপ্রত্যাশিতভাবে দলে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

তবে দলে জায়গা পাননি দলটির অভিজ্ঞ পেসার নুয়ান প্রদীপ। পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারার সঙ্গে প্রদীপকে রিজার্ভে রেখেছে লঙ্কান নির্বাচকরা। লঙ্কান বোলিং লাইন আপে আছেন পেসার বিনুরা ফার্নান্দো এবং দুই স্পিনার আকিলা ধনঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রম। চলতি বছরের শুরুর দিকে টেস্ট অভিষেক হয়েছিল প্রবীণ জয়াবিক্রমের। তবে টি-টোয়েন্টি অভিষেক এখনও হয়নি। তাই বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

এদিকে কপাল পুড়েছে নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকার। কারণ তাদের ওপর বোর্ডের নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তাদের। এবারের আসরে দলটির নেতৃত্বে থাকবেন দাসুন শানাকা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ১৮ অক্টোবর। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা। শ্রীলঙ্কার গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের আগে ৭ ও ৯ অক্টোবর ওমানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রম। সম্ভাব্য রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে