রাজশাহী জেলা হকি দলের সাবেক খেলোয়াড় রনির মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৯:২৫ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহী জেলা হকি দলের সাবেক খেলোয়াড় রনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান ছানার ছোট, ভাই বৈকালী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা হকি দলের সাবেক খেলোয়াড় বদরুজ্জামান রনি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি…রাজিউন)। রোববার (১ আগস্ট) বেলা ১ টা ৫৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ মনিরুজ্জামান চত্ত্বরে রোববার রাত ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নগরীর কাজীহাটা এলাকার বাসিন্দা রনি সংগঠক, খেলোয়াড়ই ছিলেন না। তিনি বৈকালী সংঘের মাধ্যমে অনেক খেলোয়াড়কে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবুসহ সবাই তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেইসাথে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

  • 219
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে