১৫ দিন পরই মেসি-রোনালদোর লড়াই!

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১; সময়: ১:৩২ অপরাহ্ণ |
খবর > খেলা
১৫ দিন পরই মেসি-রোনালদোর লড়াই!

পদ্মাটাইমস ডেস্ক : প্রতিবারই নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ জুয়ান গাম্পার ট্রফি খেলে বার্সেলোনা। এবার বার্সেলোনার পুরুষ দলের পাশাপাশি খেলবে ক্লাবটির নারী দলও। প্রতিপক্ষ হিসেবে থাকছে জুভেন্টাস। ফলে এই প্রতিযোগিতায় মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে পারার জোরালো এক সম্ভাবনা তৈরি হয়েছে।

অবশ্য সময়ের সেরা দুই ফুটবলারের লড়াইটা আসলেই দেখা যাবে কি না, সেটা এখনো নিশ্চিত না। কারণটাও সবার জানা। ক্রিস্টিয়ানো রোনালদো যথারীতি জুভেন্টাসে থাকলেও লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে বর্তমানে ফ্রি এজেন্ট হয়ে আছেন।

বার্সেলোনা শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানায়, একই দিনে আগামী ৮ আগস্ট জুয়ান গাম্পার ট্রফির দুটি ম্যাচ মাঠে গড়াবে। ন্যু ক্যাম্পে প্রথমে হবে মেয়েদের ম্যাচটি। এর দেড় ঘণ্টা পর শুরু হবে ছেলেদের লড়াই।

গত বছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে লড়াইয়ের পর এই প্রথম দল দুটি মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে বার্সেলোনার মাঠে তুরিনের ক্লাবটি ৩-০ গোলে জিতেছিল। আর তার আগে গ্রুপ পর্বের প্রথম লেগে জুভদের মাঠে ২-০ গোলে জিতেছিল মেসির বার্সেলোনা।

গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়। সংবাদ মাধ্যমের খবর, কাতালান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করতে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এখনো কিছু জটিলতা আছে। বার্সেলোনা কর্তৃপক্ষ আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির কাজ শেষ হবে।

বার্সেলোনা ও জুভেন্টাস কর্তৃপক্ষের সব পরিকল্পনা ঠিকভাবে এগোলে গাম্পার ট্রফির ৫৬তম আসরে মাত্র ১৫ দিন পরই দেখা যাবে মেসি-রোনালদোর লড়াই।

  • 247
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে