ফুটবলের মতো ক্রিকেটেও পেনাল্টির দাবি!

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৩:২২ অপরাহ্ণ |
ফুটবলের মতো ক্রিকেটেও পেনাল্টির দাবি!

পদ্মাটাইমস ডেস্ক : যেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে, তাতে ক্রিকেটভক্তদের নতুন এক স্বাদ পাওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাচের দৈর্ঘ্য আর একদিন বাকি থাকলেও ড্রয়ের দিকেই এগোচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এমতাবস্থায় টেস্ট চ্যাম্পিয়বশিপের ফাইনালের জন্য আইসিসিকে নতুন নিয়ম করার পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ফাইনালের জন্য আইসিসিকে অবশ্যই নতুন নিয়ম করতে হবে। ফাইনাল ম্যাচ যদি ড্র বা টাই হয় সেক্ষেত্রে বর্তমান নিয়মে দুই দলকে শিরোপা ভাগাভাগি করতে হয়।

তিনি আরো বলেন, আইসিসিকে এই নিয়ম বদলাতে হবে। কারণ ফাইনাল মানেই কোনো না কোনো দলকে শিরোপা জিততেই হবে। এমনটা না হলে টুর্নামেন্টজুড়ে পরিশ্রম করার কোন মানেই হয় না।

গাভাস্কার যোগ করেন, মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হবে। এক্ষেত্রে দুই দলকে ট্রফি ভাগ করে দেওয়া হবে। প্রথমবারের জন্য ফাইনালের ট্রফি ভাগাভাগি হবে। ব্যাপারটা কেমন দেখাবে বুঝতে পারছি না।

এরপর এমন সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এই কিংবদন্তি বলেন, ফুটবলে ফাইনাল ম্যাচে পেনাল্টি শুট বা অন্য নিয়মে জয়ী বেছে নেয়া হয়। টেনিসের ক্ষেত্রে আছে টাইব্রেকার। ক্রিকেটেও আইসিসির তেমনই কোনো পরিকল্পনা করা উচিত। যে কোনো উপায়ে ফাইনালের মঞ্চে জয়ী দল বেছে নেয়া উচিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে