মৌসুম শেষে দল গোছাতে ব্যস্ত ইউরোপের বড় ক্লাবগুলো

প্রকাশিত: জুন ১, ২০২১; সময়: ১০:১১ অপরাহ্ণ |
খবর > খেলা
মৌসুম শেষে দল গোছাতে ব্যস্ত ইউরোপের বড় ক্লাবগুলো

পদ্মাটাইমস ডেস্ক : মৌসুম শেষে দল গোছাতে ব্যস্ত ইউরোপের বড় ক্লাবগুলো। পুরনো ঠিকানা ম্যানইউতে রোনালদোর ফেরার গুঞ্জনটা চলছেই। টটেনহ্যামের ফরোয়ার্ড হ্যারি কেনের নতুন ঠিকানা হতে পারে ম্যানসিটি।

শেষ হয়েছে ইউরোপের সব বড় বড় লিগ সহ সকল প্রতিযোগিতা। এখন পালা নতুন মৌসুমের জন্য দল গোছানোর। কোচদের দেয়া হয়েছে বাজেট। যে অনুযায়ী তারা গোছাবে দল।

ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় আকর্ষন রোনালদোর য়্যুভেন্তাস ছাড়ার আভাস। বেশি বেতনের কারণে সিআরসেভেনকে ধরে রাখতে পারছেনা তুরিনের ওল্ড লেডিরা। দাম কমতে পারে রোনালদোর। তাকে দলে ফেরাতে মরিয়া ম্যানইউ। তাই ২০০৯ সালের পর রেড ডেভিলদের জার্সিতে আবার দেখা যেতে পারে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

চ্যাম্পিয়ন্স লিগ হারিয়ে দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন কোচ পেপ গার্দিওলা। টটেনহ্যামের ফরোয়ার্ড হ্যারি কেনকে কিনতে স্টার্লিং, লাপর্তে, বেঞ্জামিন মেন্ডিদের বিক্রি করতে হতে পারে ম্যানসিটির। এছাড়াও রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন সার্জিও রামোসকে দলে ভেড়াতে চায় সিটিজেনরা।

আরেক মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানেকে কিনতে লড়ছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়ালের দেয়া ৭০ মিলিয়ন প্রাইস ট্যাগে সন্তুষ্ট এবং দ্বিগুন বেতন দিয়ে হলেও তাকে দলে নিতে চায় তারা।

এদিকে নয় বছর পর লিগ জেতা ইন্টার মিলানকে ছাড়তে হতে পারে বেশ কিছু খেলোয়াড়। দলের বেতনের বাজেট কমাতে হবে বিশ পার্সেন্ট। এ অর্থ সঙ্কটে শিরোপা জয়ী কোচ কন্তেকে হারিয়েছে ইন্টার। এখন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আশরাফ হেকিমি ও ফরোয়ার্ড লাতোউরো মার্তিনেজকে হারানোর শঙ্কা দেখা দিয়েছে নেরাজ্জুরি শিবিরে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে