ধামইরহাটে স্টার সানডে উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ফুটবল প্রতিযোগিতা

প্রকাশিত: মে ১৬, ২০২১; সময়: ১০:০৯ অপরাহ্ণ |
খবর > খেলা
ধামইরহাটে স্টার সানডে উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্টার সানডে উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেনীদুয়ার মিশন মাঠে ৮ টিমের এ খেলার উদ্বোধন করেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

বেনীদুয়ার মিশনপাড়ার সেন্ট পিটার্স ক্লাবের উদ্যোগে ও আদিবাসী নেতা রবিন কিস্কুর সভাপতিত্বে এ প্রতিযোগিতায় ধামইরহাট উপজেলার জগল, শিবরামপুর পত্নীতলার মারীয়াপাড়া, বদলগাছীর লক্ষীকুল, জয়পুরহাট জেলা, নাটোরের ডি এন এস, চাপাইনবাবগঞ্জের রহনপুর (আড্ডা) ও দিনাজপুরের ঘোড়াঘাট একাদ্বশ তাদের ক্রীড়া নৈপূন্য প্রদর্শণ করেন।

চুড়ান্ত পর্যায়ে বৈকাল ৬ টায় ট্রাইবেকারে ১ গোলে জগদল আদিবাসী একাদ্বশকে হারিয়ে রহনপুর একাদ্বশ চ্যাম্পিয়ন হলে সন্ধ্যা ৭ টায় পুরুস্কার হিসেবে বিজয়ীদল রহনপুর একাদ্বশকে ১৫ হাজার টাকা ও বিজিত দল জগদল একাদ্বশকে ১২ হাজার টাকা তুলে দেন ফাদার ফাবিয়ান মারান্ডি।

এ সময় ইউপি সদস্য মিজানুর রহমান, আদিবাসী নেতা জোনাস হেমরম, সহকারী শিক্ষক দানিয়েল পূর্তি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সেন্ট পিটার্স ক্লাবের অন্যতম সদস্য প্রনয় কিস্তু, কার্লো হেমব্রম, রবি তপ্ন, রিগেন মার্ডি, মজেস কিস্কু প্রমুখ উপস্থিত র্ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে