তামিমের অর্ধশতকে ১০০ ছাড়াল বাংলাদেশ

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১; সময়: ১:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
তামিমের অর্ধশতকে ১০০ ছাড়াল বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : দারুণ খেলছেন ওপেনার তামিম ইকবাল। তার অসাধারণ নৈপূন্যে শুরুর ধকল কাটিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম। আর বাংলাদেশ ১০০ রানের গণ্ডি ছাড়িয়ে গেছে। তামিমকে দারুন সঙ্গ দিচ্ছে ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। তামিম পঞ্চাশ করেই ক্ষান্ত হননি। তার উইলো থেকে এসেছে অনবদ্য ৭২ রানের ইনিংস। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন এই মারকুটে ব্যাটসম্যান।

৭২ করতে ৮৪ বল খরচা করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ১৩ টি চারে তার ইনিংস সাজানো। আর ওয়ানডাউনে নামা শান্ত ব্যাট করছেন ৪৬ রানে। খেলেছেন ৯৬ বল। ৬ বাউন্ডারিতে তার এই ইনিংস সাজানো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে এক উইকেট হারিয়ে ১২০ রানে ব্যাট করছে। ৩১ ওভারের খেলা শেষ।

এর আগে সাজঘরে ফিরেন সাইফ হাসান। দলীয় ৮ রানে বিদায় নিলেও ৬ বল মোকাবিলা করে রানের খাতা খুলতে পারেননি এ ওপেনার। বিশ্ব ফার্নান্ডোর বলে এলবিডব্লিউ’র শিকার হয়েছেন তিনি। তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম পয়েন্টের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন চৌধুরী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্ডো, পাথুম নিসানকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্ডো।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে