বঙ্গবন্ধু গেমসে সিরাজগঞ্জের মেয়ে হিয়ার স্বর্ণ ও রোপ্য পদক লাভ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
খবর > খেলা
বঙ্গবন্ধু গেমসে সিরাজগঞ্জের মেয়ে হিয়ার স্বর্ণ ও রোপ্য পদক লাভ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০’ এর দুটি ইভেন্টে সিরাজগঞ্জের মেয়ে জান্নাত জেবিন হিয়া স্বর্ণ ও রোপ্য পদক লাভ করেছে।

সে সোম ও মঙ্গলবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ৫শ মিটার স্কেটিং প্রতিযোগীতায় সবাইকে পিছনে ফেলে স্বর্ণ এবং রিলায় রেস প্রতিযোগীতায় রোপ্য পদক লাভ করে। প্রতিযোগীতায় সে বাংলাদেশ আনসারের হয়ে অংশ নেয়। এ গেমসে দেশের নাম করা ৩১টি ফেডারেশনের প্রতিযোগীরা অংশ গ্রহন করছে। সে রোলার স্কেটিং এর জাতীয় রোলবল টিমের অধিনায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়া এ খেলায় ৩ বার বিশ্বকাপে অংশগ্রহন করেছে। এ পর্যন্ত সে জাতীয়-আন্তজার্তিক পর্যায়ে খেলে অর্ধশতাধীক ট্রফি ও মেডেল লাভ করেছে।

প্রচার মাধ্যমের আড়ালে থাকা দেশের স্বনামধন্য নারী ক্রীড়াবিদ জান্নাত জেবিন হিয়া বর্তমানে ভিখারুন্নেছা নুন স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসেবে অধ্যায়নরত। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল গ্রামে। তার বাবা হাবীব উল্লাহ বাহার যমুনার দুর্গম চৌহালীর চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য বদলে ভুমিকা পালনকারী এবং সিরাজগঞ্জের অন্যতম উন্নয়ন সংগঠন মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক। তার মা জুলেখা খাতুন ও বড় ভাই জিহান আহমেদ সেতু উভয়ই উন্নয়ন কর্মী হিসেবে নিয়োজিত। হিয়ার এই কৃতিত্বে সিরাজগঞ্জবাসী গর্বিত।

  • 545
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে