রাজশাহীতে মেয়েদের একক টেনিসে জয়ী বিকেএসপি’র জেরিন জলি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১; সময়: ৮:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে মেয়েদের একক টেনিসে জয়ী বিকেএসপি’র জেরিন জলি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে মেয়েদের একক ইভেন্টে স্বর্ণ পদক লাভ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জেরিন সুলতানা জলি। আর রৌপ্য পদক লাভ করেছেন ঝালকাঠির সুস্মিতা সেন। এছাড়াও ব্রোঞ্জ পদক লাভ করেছেন বাগেরহাট জেলার আফ্রানা ইসলাম প্রীতি।

সোমবার বিকালে পদক তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম। সোমবার (০৫ এপ্রিল) বিকালে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে মেয়েদের একক ফাইনাল খেলায় বিকেএসপির জেরিন সুলতানা জলি ৭-৬ (৭-৩) ও ৬-২ সেটে ঝালকাঠির সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যদিকে, বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি ৬-০ ও ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে মেয়েদের এককে তৃতীয় স্থান অধিকার করেন। এর আগে সোমবার সকালে একক ইভেন্টের প্রথম সেমিফাইনালে জেরিন সুলতানা জেলি ২-৬, ৬-১ ও ৬-২ সেটে বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি কে এবং পরের সেমিফাইনালে ঝালকাঠির সুস্মিতা সেন ৬-২ ও ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে ফাইনালে উঠেছে।

এছাড়াও শনিবার (০৩ এপ্রিল) অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স মেয়েদের দ্বৈত বিভাগে প্রথম (স্বর্ণ) হয়েছেন বিকেএসপির ঈশিতা আফরোজ ও জেরিন সুলতানা জলি জুটি, দ্বিতীয় ( রৌপ্য) হয়েছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি ও তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছেন বিকেএসপির মাসুদা ও সাদিয়া। সোমবার ছেলে ও মেয়েদের একক, দ্বৈত, মিশ্রসহ মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে