নওগাঁয় মুজিব শতবর্ষ  ক্রিকেট ট্রুনামেন্ট প্রতি্যোগীতায় জেলা প্রশাসনের শত রানের বিজয়

প্রকাশিত: মার্চ ৫, ২০২১; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
খবর > খেলা
নওগাঁয় মুজিব শতবর্ষ  ক্রিকেট ট্রুনামেন্ট প্রতি্যোগীতায় জেলা প্রশাসনের শত রানের বিজয়
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত শতিবলের ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে ১০১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসন দল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার।
নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে জেলা প্রশাসন দল। পরে ব্যাট করে ১০ ওভার ৪ বলে সব কটি উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দল।
শত বলের এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি। এ টুর্নামেন্টে   নওগাঁর বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের আটটি দল অংশগ্রহণ করে।
দলগুলো হলো নওগাঁ জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা পুলিশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ, নওগাঁ সরকারি ও বিএমসি কলেজ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং বিভিন্ন বিভাগ ও দপ্তরের সমন্বিত দল।
আয়োজক সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। ৫ বলের প্রতিটি ওভারে ২০ ওভারে মোট ১০০ বলের খেলার নিয়মে এ খেলার আয়োজন করা হয়।
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে