টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন গাপটিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
খবর > খেলা
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন গাপটিল

পদ্মাটাইমস ডেস্ক : ২০১৯ সালের শেষদিক থেকে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন মার্টিন গাপটিল। মাঝের সময়টাতে কোনো ফিফটির দেখা পাননি। অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ফর্মে ফিরলেন। সেই সাথে গড়লেন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি ছক্কা কিউই ওপেনার মার্টিন গাপটিলের দখলে।

ভারতীয় ওপেনার রোহিত শর্মার ছক্কার রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন রেকর্ড গড়েন ৩৬ বছর বয়সী গাপটিল। অজিদের বিপক্ষে ৯৭ রানের ঝড়ো ইনিংসে ৮টি ছক্কা হাঁকান গাপটিল। এতে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক গাপটিল।

গাপটিল ৯২ ম্যাচ খেলে ছক্কা হাঁকান ১৩২টি। এরপর অবস্থান করছেন রোহিত শর্মা। ১০০ ম্যাচ খেলে তিনি হাঁকান ১২৭ টি ছয়। এরপর তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন ইয়ন মরগান (৯৪ ম্যাচে ১১৩) ও কলিন মুনরো (৬২ ম্যাচে ১০৭)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে