রাজশাহীতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
রাজশাহীতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কাটাখালির হরিয়ান রাজশাহী সুগার মিলস্ মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমাজসেবক আজিজুল আলম বেন্টু। বিশেষ অতিথি ছিলেন, কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী, রাজশাহী সুগার মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সেলিম, মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন ব্যানাঞ্জি, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন- রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল।

এসময় বক্তরা বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধূলার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন। সরকার দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার জন্য নানা রকম ভাবে তরুণদের মানসিক বিকাশে খেলার মাঠ ও খেলাধুলার উন্নয়ন করেছে। যা বিশ্ব দরবারে সুনাম কুড়িয়ে এনেছে আমাদের খেলোয়াড়রা। এখান থেকেই জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হচ্ছে। যারা এমন আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানান বক্তরা।

প্রসঙ্গত, এই খেলায় রাজশাহীর মোট ৮ টি দল অংশগ্রহণ করেছে। সর্বমোট ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা ১৪ ওভারের। উদ্বোধনী খেলায় হরিয়ান ক্রিকেট টিম মুখোমুখি হয় খড়খড়ি ফাইটার্স’র। টসে জিতে খড়খড়ি ফাইটার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। হরিয়ান ক্রিকেট টিম ১৭৭ রানে গুটিয়ে যায়। জবাবে খড়খড়ি ফাইটার্স ৯২ রানে অল ইউকেটে পরাজিত হয়। হরিয়ান ক্রিকেট টিম ৮৫ রানে জয়ী হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে