উইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয়

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১; সময়: ২:১৭ অপরাহ্ণ |
উইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয়

পদ্মাটাইমস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা উইকেট সেট হতেই পারছেন না। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা। ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে সফরকারী দলের ব্যাটসম্যানরা। দলীয় ১০ রানে ওপেনার সুনীল অ্যামব্রিসের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শুরুতে উইকেট পতনের পর ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন এই ম্যাচে অভিষেক হওয়া ওপেনার কেজর্ন ওটলি। তিনে ব্যাটিংয়ে নামা জশুয়া ডি সিলভার সঙ্গে গড়েন ২৬ রানের জুটি তিনি।

নিজের খোলস থেকে বেরিয়ে হাত খুলে খেলার চেষ্টা চালিয়ে যাওয়া ওটলিকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৬ রানে ৪৪ বলে ২৬ রানে ফেরেন ক্যারিবীয় এ তরুণ ওপেনার। তার বিদায়ের পর মাত্র ৩ বলের ব্যবধানে মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত ডি সিলভা।
১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সফরকারীরা।

ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসেই চতুর্থ বলে সাফল্য পান সাকিব আল হাসান। তার বলে বোল্ড হয়ে ফেরেন আন্দ্রে ম্যাককার্থি। তার বিদায়ে ৩৯ রানে ৪ উইকেট হারায় উইন্ডিজ।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে উইকেটে নেমে কোনো রান সংগ্রহ করার আগেই রান আউট কাইল মায়ার্স। চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি অধিনায়ক জেসন মোহাম্মদও।সাকিবের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন মাত্র ১১ রান।

দলের এমন করুণ পরিনতি দেখে সাতে ব্যাটিংয়ে নামা এনকেরুমা বোনার স্কোর মোটাতাজা করতে গিয়ে পেসার হাসান মাহমুদের শিকার হন। দলীয় ৭১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করেন ২৫ বলে ২০ রান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে