বাংলাদেশি ব্র্যান্ড তৈরি করতে চাই: তামিম

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশি ব্র্যান্ড তৈরি করতে চাই: তামিম

পদ্মাটাইমস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই নিয়মিত অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অভিষেক হতে যাচ্ছে। অভিষেকের আগের দিন সংবাদ সম্মেলনে দেশসেরা ওপেনার জানালেন, ক্রিকেটে বাংলাদেশের আলাদা একটি ব্র্যান্ড তৈরি করাই তার লক্ষ্য।

নেতৃত্বের মাধ্যমে আলাদা একটি স্ট্যান্ডার্ড স্থাপন করে গেছে মাশরাফী বিন মোর্ত্তজা। তামিমের কাছে প্রশ্ন ছিল, তার অধিনায়কত্বের ধরণ কেমন হতে পারে। জবাবে তিনি বলেন, আমি সবসময় বাংলাদেশি স্টাইল অব ক্রিকেট, বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট গড়ে তোলার দিকে গুরুত্ব দেই। প্রত্যেকটা দেশের নিজস্ব স্টাইল আছে। আমি মনে করি না আমাদের অন্য কাউকে অনুসরণ করা উচিৎ।

টাইগার ওপেনার আরো বলেন, অনেকে বলেছে আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের মত শক্তিশালী না, ওদের মত বিল্ডআপ না। কিন্তু আমাদের এমন অনেক এডভান্টেজ আছে যা অন্যদের দলে নেই। তাই কাউকে অনুসরণ না করে বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট তৈরি করতে চাই। আমরা যেগুলো খেলতে পারি তা দিয়েই।

ম্যাচের একাদশের প্রশ্নে তামিম বলেন, পৃথিবীর অনেক দেশে দল ঘোষণার পর দল জানা যায়। কিন্তু আমাদের দেশে আপনাদের মাধ্যমে আমরা আগেই দল জেনে ফেলি। তাই আমি বলি আর না বলি এটা খুব একটা প্রভাব ফেলবে না। আপনারা সবাই কমবেশি বুঝতে পারেন।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে