ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার!

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ২:৪১ অপরাহ্ণ |
ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার!

পদ্মাটাইমস ডেস্ক : ব্রাজিলের ফুটবল দলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লেওয়ানডস্কির মতো বিশ্ব তারকাদের প্রতিদ্বন্দ্বী তিনি। সময়ের সবচেয়ে দামি তারকা ফুটবলারও তিনি।

বার্সেলোনা ও পরে পিএসজির হয়ে নেইমার রেকর্ড গড়ছেন নিয়মিতই। আর সেই নেইমারই নাকি ক্যারিয়ারের একপর্যায়ে ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। এমন অবিশ্বাস্য কথা নেইমারের মুখ থেকে শোনা না গেলে যে কেউ গুজব বলে উড়িয়ে দিত।

কিন্তু সম্প্রতি গ্যাফার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজ সম্পর্কে এমন বিস্ময়কর তথ্য দিলেন নেইমার। অবাক করে দিলেন ফুটবলবিশ্বকে।

পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি খেলায় সবসময় খুশি ছিলাম না। একসময় আমি নিজেকে জিজ্ঞেস করেছি– আমি কি ফুটবল চালিয়ে যাব’

নিজেকে করা প্রশ্নে জবাব নিজেই খুঁজে বের করেন নেইমার।

বললেন, ‘একদিন আমি মনমরা হয়ে বাড়ি ফিরি। আমি মেজাজ হারিয়েছিলাম। এ সময় হৃদয়ে প্রশ্ন জাগে– আমার কি ফুটবল চালিয়ে যাওয়া উচিত? এর পর আমি আজ যেখানে পৌঁছেছি, যা কিছু করেছি সেসব নিয়ে ভাবনায় ডুবে যাই। এমন মুহূর্তে ফুটবলের প্রতি আমার আবেগ আমাকে শান্ত করে এবং আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।’

ফুটবলই তার দ্বিতীয় জীবন জানিয়ে নেইমার বলেন, আমি নিজেকে সাহসী মনে করি। এটিই আমার সবচেয়ে বড় গুণ। আমি এমন একজন যে কিনা চাপ খুব সহজে সামলে নিতে পারি এবং এ কারণেই আমি ব্রাজিল ও পিএসজির নম্বর ১০। ব্রাজিল ও পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। আমি জানি, যতবার খেলি আমাকে শত ভাগ দিতে হবে। কারণ সবাই আমার কাছে এটিই প্রত্যাশা করে।’

২৮ বছর বয়সী এ তারকা ফুটবলার আরও বলেন, এখন আমি বিশ্বসেরা ফুটবলারের তালিকায় প্রথম সারিতে। আমাকে ফুটবলের আইডল মানা হয়। ফুটবলের মাঠে আমি সম্মানিত। এসব অর্জনে আমি গর্বিত। আশা করি, ফুটবলে আমার এই জয়রথ চলতে থাকবে।

কদিন আগে আরও একটি শিরোপার স্বাদ নেন নেইমার। বুধবার অলিম্পিক মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ ঘরে তুলে নেয় পিএসজি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে