সাকিবের ‘বেটার’ পারফরম্যান্স চান নির্বাচকরা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ১০:৪০ অপরাহ্ণ |
সাকিবের ‘বেটার’ পারফরম্যান্স চান নির্বাচকরা

পদ্মাটাইমস ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে শুরু হওয়া টি-টোয়েন্টি কাপে খেলেছেন সাকিব। কিন্তু দীর্ঘদিন পর খেলতে নেমে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আগামী বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের মধ্য দিয়ে করোনার কারণে প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ দল।

আসন্ন এই সিরিজে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কাছে প্রত্যাশিত পারফরম্যান্স আশা করছেন জাতীয় দলের নির্বাচকরা।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, অবশ্যই নাম্বার ওয়ান অলরাউন্ডার দলের সঙ্গে আছে। এ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করতে পারবে এবং দলের জন্য এটা একটা ভালো দিক। আমরা মনে করি, সাকিব নিজেও একদম রিফ্রেশ হয়ে শুরু করছে। ওর কাছে আমরা অনেক বেটার পারফরম্যান্স আশা করি।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে