প্রস্তুতি ম্যাচে হাসল সাকিবের ব্যাট

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ২:৪৭ অপরাহ্ণ |
প্রস্তুতি ম্যাচে হাসল সাকিবের ব্যাট

পদ্মাটাইমস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রান পাননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে তার ভক্তদের হতাশার শেষ নেই। সাকিবের ব্যাট কবে হাসবে তা দেখার অধীর অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

অবশেষে ভক্ত-অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘুচালেন সাকিব।

শনিবার সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরির দেখা পেলেন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এদিন তিনি প্রথমে ব্যাট করেন মাহমুদউল্লাহর একাদশ।

৪৫ ওভারের এ ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান করতে সক্ষম হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। এতে সাকিবের অবদান ৮২ বলে ৫২ রান। বোঝাই যাচ্ছে রান পেতে অনেকটা রয়েসয়ে খেলেছেন সাকিব।

সাকিব ছাড়াও রান পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। তিনি করেছেন ৬৮ বলে ৫০ রান। আরেক ওপেনার ইয়াসির রাব্বি করেন ৩৬ বলে ২৪ রান। মুশফিকুর রহীমের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৫ রান।

তবে সবার স্কোরকে ছাপিয়ে সাকিবের রানে ফেরাতেই উচ্ছ্বসিত বিসিবির কর্মকর্তারা। ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে এ ইনিংস সাকিবকে নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন বোদ্ধারা।

বল হাতে তামিম একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদের শিকার ১টি করে উইকেট।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে