বাংলাদেশের কন্ডিশনে পেসারদের উইকেট পাওয়া কঠিন: রোচ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ১:০০ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশের কন্ডিশনে পেসারদের উইকেট পাওয়া কঠিন: রোচ

পদ্মাটাইমস ডেস্ক : একঝাঁক অনভিজ্ঞ খেলোয়াড় নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনার অজুহাতসহ ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটির অভিজ্ঞ ১২ খেলোয়ারই এ সফরে নাম লেখাননি। যে কারণ সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে ফেভারিট মানছেন বিশ্লেষকরা।

নিজেদেরকে খাটো করতে না চাইলেও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন ক্যারিবীয়রা।

তবে আর যাই হোক অনভিজ্ঞ স্কোয়াডের পেস ডিপার্টমেন্ট আগের মতোই শক্তিশালী বলে মনে করেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। তবে বাংলাদেশের কন্ডিশনে পেসারদের উইকেট পাওয়া কঠিন বলে জানান রোচ।

বলেন, এখানে উইকেটে খুব বেশি বাউন্স থাকে না। তাই পরিকল্পনার সঠিক প্রয়োগ দরকার। বোলিংয়ে গতির সংমিশ্রণ করে ভালো জায়গায় টানা বল করে যেতে হবে। আক্রমণাত্মক থাকতে হবে। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চড়াও হতে হবে। পরিকল্পনা ঠিকমতো প্রয়োগ করতে পারলে পেসাররা দলের জয়ে অবদান রাখতে পারবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী শুক্রবারের অনুশীলন শেষে গণমাধ্যমকে আরও বলেন, ‘হ্যা আমি আছি। শ্যানন গ্যাব্রিয়েল আছে। অভিজ্ঞ ও সিনিয়র হিসেবে আমাদের দুজনকে কাজটা করতে হবে। এছাড়া আলজারিও জোসেফ আছে। স্পিনারদের সম্ভবত আরও কিছু কাজ করতে হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে হবে, বোলিং ইউনিটের সাফল্যের জন্য টিমওয়ার্ক করতে হবে। ‘

৩২ বছর বয়সী এ পেসার যোগ করেন, আমরা ভালো পরিকল্পনা করছি, বোলিং কোচের সঙ্গে কথা হচ্ছে, নিজেদের মধ্যেও আলোচনা করছি। জানি আমাদের কি করতে হবে। এটা আমাদের আবেগের ব্যাপার।

২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল রোচের। ফলে টাইগারদের বিপক্ষে সবসময়ই আত্মবিশ্বাসী থাকেন রোচ।

এখনও পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ৬০ ম্যাচে ২০৪ উইকেট শিকার করেছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ৮ ম্যাচে শিকার ৩৩ উইকেট। ৯২ ওয়ানডেতে ১২৪ উইকেট নিয়েছেন। এমন অভিজ্ঞ পেসার যে কোনো মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিলে তা কাকতালীয় হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে