২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়!
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১; সময়: ১২:৫৪ pm |
খবর > খেলা / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : মাত্র ২৯ বছর বছরেই শ্রীলঙ্কার ক্রিকেটকে বিদায় জানিয়ে পরিবারসহ আমেরিকায় পাড়ি জমাচ্ছেন দেশটির টপঅর্ডার ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া।
বামহাতি ব্যাটসম্যানের এই আচমকা সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, শেহান জয়সুরিয়ার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যাচ্ছে। তাই পরিবারের জন্য লঙ্কান ক্রিকেটের মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৫ সালে অভিষেক ঘটে শেহানের। এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩০টি। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস রয়েছে তার। ২০১৯ সালের সেপ্টেম্বরে করাচিতে সেই ইনিংস খেলে তাক লাগিয়ে দেন।
এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত ৮০টি ম্যাচ খেলেছেন। যেখানে গড় ৪২।