বাগমারা আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় বিজয়ী রাজশাহী

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ৭:৫৩ অপরাহ্ণ |
খবর > খেলা
বাগমারা আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় বিজয়ী রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকেল তিন টায় নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় টুর্ণামেন্টের লেখায় অংশ নিয়েছেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম বগুড়া জেলা ফুটবল একাডেমি। উক্ত খেলায় নির্ধারিত সময় গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে ৪-৩ গোলের ব্যবধানে বগুড়া জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।

প্রধান অতিথি হিসেবে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম বগুড়া জেলা ফুটবল একাডেমির মধ্যেকার খেলার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়স সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর.কে মোসলেম উদ্দীন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান মাস্টার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শাহরিয়া আলী, সাধারণ সম্পাদক আজাহার আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কছিমুদ্দিন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন।

নরদাশ ফুটবল একাডেমির সভাপতি আব্দুল মান্নান মুক্তা, সাধারণ সম্পাদক গোলাম মুস্তাফিজুর রহমান মকুল, আ’লীগ নেতা গোলাম রাব্বানী বকুল। প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন রফিক। সহকারী রেফারী ছিলেন রহিদুল ইসলাম এবং আমিনুল ইসলাম। ধারাভাষ্য ছিলেন, আব্দুস সালাম এবং শাহরিয়ার হোসেন তন্ময়।

নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে চলতি বছর ৮ দলের খেলা অনুষ্ঠিত হবে। মুজিব বর্ষ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর নরদাশ ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে