ঢাকায় হরিয়ান ফুটবল একাডেমির গোলশূন্য ড্র

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ৭:১১ অপরাহ্ণ |
খবর > খেলা
ঢাকায় হরিয়ান ফুটবল একাডেমির গোলশূন্য ড্র

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক পল্টন আউটার স্টেডিয়ামে ২য় বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি থেকে টূর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মাসুদ করিম।

উদ্বোধনের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছে জালালী ফুটবল একাডেমি ও রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ফুটবল একাডেমি। খেলাটি গোল শূন্য ড্র হয়। এ খেলায় শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হয় হরিয়ান ফুটবল একাডেমির মিঠুন।

খেলা শেষে প্রধান অতিথি থেকে শ্রেষ্ট খেলোয়াড় হরিয়ান ফুটবল একাডেমির মিঠুনকে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

উদ্বোধন ও ম্যাচের ফলাফল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের চেয়ারম্যান ইফতেখার রহমান খান, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বসুন্ধরা কিংস’র অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে