অনন্য ডাবলে সাকিব

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ৪:৩২ অপরাহ্ণ |
খবর > খেলা
অনন্য ডাবলে সাকিব

পদ্মাটাইমস ডেস্ক : টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান স্পর্শ করলেন সাকিব আল হাসান। আজ (শনিবার) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৩ রান দূরে থেকে মাঠে নেমেছিলেন তিনি। শরিফুল ইসলামের বলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার। তাতে একসঙ্গে দুটি কীর্তি গড়ে ফেললেন জেমকন খুলনার এই ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান করা ক্রিকেটার আছেন ৬৪ জন। আর ৩৫০ বা তার বেশি উইকেট নেওয়া ক্রিকেটার ৬ জন। তবে ৫ হাজার রান ও ৩৫০’র বেশি উইকেট নেওয়া ক্রিকেটার কেবল দুজন। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে এই ক্লাবে ছিলেন ডোয়াইন ব্রাভো। সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় ঢুকে গেলেন।

শীর্ষে থাকা ডোয়াইন ব্রাভো ৪৭১ ম্যাচে ৫১২ উইকেটের পাশাপাশি করেছেন ৬ হাজার ৩৩১ রান। তার চেয়ে ১৬১ ম্যাচ কম খেলা সাকিবের উইকেট ৩৫৫ ও রান ৫ হাজার। এই দুজন ছাড়া ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ৩০০ উইকেট ও ৫ হাজার ৭২৮ রান রয়েছে।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন সাকিব। কিন্তু সুবিধা করতে পারেননি জেমকন খুলনার তারকা। ৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করেই সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর ম্যাচেই তার সামনে এই কীর্তি গড়ার সুযোগ ছিল। কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে ১৫ রান করে আউট হলে অপেক্ষা বাড়ে। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে করেছিলেন ১২ রানের ইনিংস। শনিবার ৩ রান করলেও একসঙ্গে দুটি কীর্তি গড়লেন তিনি।

বিশ্বের অনেক জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ানো সাকিব সবচেয়ে বেশি রান করেছেন আন্তর্জাতিক আঙিনায়। ৭৬ ম্যাচে করেছেন ১ হাজার ৫৬৭ রান। সবচেয়ে বেশি উইকেটও আন্তর্জাতিক ক্রিকেটে। সমান ম্যাচে তার উইকেট সংখ্যা ৯২।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে