ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ২:৩৮ অপরাহ্ণ |
ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : নতুন প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নেপালের বিপক্ষে সাফল্যে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজরা।

করোনা বিরতি কাটিয়ে চলতি মাসেই মাঠে ফিরেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আয়োজন করে। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় এবং দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মিলল সেটারই ছাপ। ১৮৭ থেকে এগিয়ে এখন ১৮৪তে বাংলাদেশ।

জেমি ডের দল এখন কাতারে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটির বিপক্ষে এশিয়ান কাপের বাছাই খেলবেন জামাল ভুঁইয়ারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ম্যাচ।

শুক্রবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফিফা টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুইয়ে ফ্রান্স, তিনে নেইমারের ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, ছয়ে স্পেন, সাতে লিওনেল মেসির আর্জেন্টনা, আটে উরুগুয়ে, নয়ে মেক্সিকো ও দশে আছে ইতালি।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে