দক্ষিণ আফ্রিকাকে একাই হারালেন বেয়ারেস্টো (ভিডিও)

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ১২:০৬ অপরাহ্ণ |
দক্ষিণ আফ্রিকাকে একাই হারালেন বেয়ারেস্টো (ভিডিও)

পদ্মাটাইমস ডেস্ক : কেপটাউনের নিউল্যান্ডসে ঘরের মাঠে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর কাছে ধরাশায়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ফ্যাফ ডু প্লেসি আর বল হাতে লুঙ্গি-এনগিডিদের লড়াই কোনো কাজে আসেনি প্রোটিয়াদের।

শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বেয়ারস্টোর বিধ্বংসী ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে ১৮০ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।

তবে বেয়ারস্টোর ৪৮ বলে অপরাজিত ৮৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে প্রোটিয়াদের সেই বড় সংগ্রহ ৪ বল হাতে রেখেই পার করে দেয় ইংলিশরা।

প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ পেসার স্যাম ক্যারানের বলে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৬ রানের মাথায় ৫ বলে ৫ রান করে ফিরে যান টেম্বা বাভুমা।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক আর ফ্যাফ ডু প্লেসি সেই ধাক্কা সামাল দেন। তাদের ৭৭ রানের জুটি ১ উইকেটে ৮৩ রান স্কোরবোর্ডে জমা করে।

২৩ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হন ডি কক। ফ্যাফ ডু প্লেসি ৪০ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। তার এই ইনিংসই দলের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে ৩ ছক্কার মারে ঝড়ো ইনিংস খেলেন রাশি ফন ডার ডুসেন। ২৮ বলে ৩৭ রান করেন তিনি। এছাড়া হেনরিক ক্লাসেন ১২ বলে ২০ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

ইংলিশ বোলারদের মধ্যে স্যাম ক্যারান ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। জোফরা আর্চার, টম কুরান এবং ক্রিস জর্ডান ১টি করে উইকেট নেন।

১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। রানে খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার জেসন রয়। ৬ বলে ৭ রান করে আউট হন জস বাটলার।
এরপর দেখেশুনে খেলেও ১৯ রানে থেমে যান ডেভিড মালান। অর্থাৎ ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

এ সময় দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন জনি বেয়ারেস্ট। তাকে সঙ্গ দেন অলরাউন্ডার বেন স্টোকস।

বেয়ারেস্ট আর স্টোকসের ব্যাটে গড়ে ওঠে ৮৫ রানের জুটি। এই জুটিই জয়ের বন্দরে নিয়ে যায় ইংল্যান্ডকে।

২৭ বলে ৩৭ রান করে আউট হন স্টোকস। স্টোকসের পর অধিনায়ক মরগ্যান ১০ বলে ১২ রান করে আউট হন।

অপর দিকে ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বেয়ারেস্টো।

দক্ষিণ আফ্রিকার হয়ে জর্জ লিন্ডে এবং লুঙ্গি এনগিদি নেন ২টি করে উইকেট। তাবরিজ শামসি নেন একটি উইকেট।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে