ম্যানসিটিতে চুক্তির মেয়াদ বেড়েছে গার্দিওলার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০; সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ |
ম্যানসিটিতে চুক্তির মেয়াদ বেড়েছে গার্দিওলার

পদ্মাটাইমস ডেস্ক: ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা। নতুন চুক্তির ফলে তাকে ম্যানসিটিতে দেখা যাবে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এমন তথ্য জানিয়েছে ম্যানসিটি।

সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা কোচ ম্যানসিটিতে যোগ দিয়েছেন ২০১৬ সালে। এই সময়ে তার অধীনে দুটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ কাপ ও এফএ কাপের শিরোপা জিতেছে সিটি।

২০০৮ সালে কোচিং শুরু করা গার্দিওলা সিটিতেই কাটিয়েছেন সবচেয়ে বেশি সময়, ৫ বছর। এর আগে বার্সেলোনায় ছিলেন ৪ মৌসুম আর বায়ার্নে তিন মৌসুম। ঘরোয়াভাবে সিটির হয়ে তার সবচেয়ে সফল মৌসুমটি ছিল প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মৌসুমে। সেবার রেকর্ড ১০০ পয়েন্ট পেয়ে শিরোপা ঘরে তুলেছিল সিটিজেনরা।

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আসার পর ক্লাব ও এখানকার মানুষগুলোই আমাকে বরণ করে নিয়েছিল। এখন আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয়টি হচ্ছে উন্নতির ধারা ধরে রাখা ও আরও বিকশিত হওয়া। ম্যানচেস্টার সিটিকে সেই সহায়তাটা করতে পারবো ভেবে অধীর অপেক্ষায় আছি।’

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে