আইপিএলে ব্যর্থ হয়ে মুরগি ব্যবসায়ে ধোনি!

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ১:২৬ অপরাহ্ণ |
খবর > খেলা
আইপিএলে ব্যর্থ হয়ে মুরগি ব্যবসায়ে ধোনি!

পদ্মাটাইমস ডেস্ক : ভারত দলের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ফুরিয়ে গেছেন! আইপিএলে তার ব্যক্তিগত পারফরম্যান্স ও দলের ব্যর্থতার পর এমনটিই বলছেন ক্রিকেটবোদ্ধারা।

ধোনির চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয়। ক্রিকেট ক্যারিয়ারের এই পড়ন্ত বিকালে এসে অন্য একটি বিষয়ে মনোযোগী হয়েছেন ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ক্রিকেটার তার অফুরন্ত সময়কে পোলট্রি ফার্মের ব্যবসায় নাম লিখিয়েছেন। তবে যেই সেই মুরগি নয়; বিরল প্রজাতির দুই হাজার কড়কনাথ মুরগির অর্ডার দিয়েছেন তিনি।

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার এই বিশেষ ধরনের মুরগিগুলো ধোনির ফার্মে পৌঁছে দেয়ার দায়িত্বে রয়েছেন বিনোদ মেধা নামে এক পোলট্রি ফার্ম ব্যবসায়ী। তাকে ইতিমধ্যে অগ্রিম অর্থও দিয়েছেন ধোনি।

ভারতের এক সাক্ষাৎকারে বিনোদ মেধা বলেন, কৃষি বিকাশ কেন্দ্রের মাধ্যমে তিন মাস আগে ধোনির ফার্মের ম্যানেজার আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি গর্বিত ওনার মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের ফার্মে এই মুরগির ছানা পৌঁছে দেয়ার দায়িত্ব পেয়ে।

বিনোদ জানিয়েছেন ইতিমধ্যে অগ্রিম পেয়ে গেছেন তিনি।

এত মুরগি দিয়ে কী করবেন ধোনি? আর এই বিশেষ মুরগিই বা কেন?

জানা গেছে, নিজস্ব পোলট্রি ফার্ম করবেন বলে স্থির করেছেন ধোনি। আর সেটি হবে এই কড়কনাথ মুরগির।

ভারতে কড়কনাথ মুরগির বিশেষ চাহিদা রয়েছে। ভৌগোলিক স্বীকৃতি বা জিআই তকমা পেয়েছে এ প্রজাতিটি। এই মুরগি কুচকুচে কালো রঙের। এমনকি এর হাড়, মাংস সবই কালো। পুষ্টিগুণেও ভরপুর এই মুরগির মাংস।

বিশেষ গুণের এই মুরগির দুই হাজার ছানা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঝাবুয়ার এক পোলট্রি ফার্ম থেকে ধোনির ফার্মে আসবে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে