করোনা আর পোল্যান্ড বাধা হতে পারেনি ইতালির

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ১২:১২ অপরাহ্ণ |
খবর > খেলা
করোনা আর পোল্যান্ড বাধা হতে পারেনি ইতালির

পদ্মাটাইমস ডেস্ক: করোনা আর চোটে পুরোপুরি বিপর্যস্ত ইতালি। এই ইস্যুতে প্রায় ২০জন খেলোয়াড় ও কোচ মানচিনি মাঠের বাইরে থাকলেও তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পোল্যান্ড। নেশনস লিগে পোলিশদের ২-০ গোলে হারিয়েই গ্রুপের শীর্ষে উঠেছে আজ্জুরিরা।

টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত ইতালি এগিয়ে যায় ২৭ মিনিটে। ডি বক্সে ফাউল করেছিলেন পোল্যান্ডের ক্রাইচোভিয়াক। স্পট কিক থেকে গোল করে লিড এনে দেন জর্জিনিয়ো। ৮৪ মিনিটে ইতালির জয় সুনিশ্চিত করেন বদলি ডোমেনিকো বেরার্ডি।

দুই অর্ধে আধিপত্য বিস্তার করে খেলা ইতালির বিপরীতে পোলিশ ফরোয়ার্ড লেভানদোভক্তি ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। বরং ৭৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার জাসেক গোরালস্কি।

এ-১ গ্রুপ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ইতালি। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই রয়েছে নেদারল্যান্ডস। যারা একই রাতে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে ৩-১ গোলে।

অপর দিকে গ্রুপ এ-২ থেকে নেশনস লিগের শেষ চারের সম্ভাবনা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। বেলজিয়ামের বিপক্ষে জিততে পারলেই আশা থাকতো গ্যারেথ সাউথগেটের শিষ্যদের। কিন্তু বেলজিয়াম তাদের ২-০ গোলে হারিয়ে সেই সম্ভাবনার ইতি টেনে দিয়েছে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনধারী বেলজিয়ামে প্রথমার্ধে দুই গোলে এগিয়েই ম্যাচটা নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছিল। ইংল্যান্ড আক্রমণ শাণিয়ে গেলেও ধার ছিল না তাতে।

বেলজিয়ামকে ১০ মিনিটে লিড এনে দেন লিস্টার সিটির ইউরি টিয়েলেমান্স। তার ২০ গজ দূর থেকে নেওয়া শট ইংল্যান্ডের টাইরোনে মিংসের পায়ে লেগে দিক পরিবর্তন করলেও রুখে দিতে পারেননি ইংলিশ গোলকিপার। বরং বল তার হাতে লেগে পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। ১৩ মিনিট পর অসাধারণ এক ফ্রি কিকে ব্যবধান বাড়িয়ে নেন ড্রিস মার্টেন্স। গ্রুপের অপর ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসেনের জোড়ায় ২-১ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে ডেনমার্ক।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে