এবার ফুটবল মাঠে ৫০ জনের শিরশ্ছেদ করলো জঙ্গিরা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০; সময়: ১:০১ অপরাহ্ণ |
এবার ফুটবল মাঠে ৫০ জনের শিরশ্ছেদ করলো জঙ্গিরা

পদ্মাটাইমস ডেস্ক : মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারো ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ড দেখলো আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশের উত্তরাঞ্চলের এক গ্রামের ফুটবল মাঠে ৫০ জনের শিরশ্ছেদ করেছে সশস্ত্র জঙ্গিরা।

এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহ কবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জন হত্যার শিকার হন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠে কথিত মৃত্যুদন্ড কার্যকরের স্থান হিসেবে বেছে নিয়েছে। ওই সময় কয়েকটি গ্রামে আরো বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।

মোজাম্বিকের ক্যাবো দেলগাদো গ্যাস সমৃদ্ধ একটি প্রদেশ। ২০১৭ সাল থেকেই সেখানে এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন চার লাখ ৩০ হাজারের বেশি।

স্থানীয়রা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন স্থানীয়রা। ঘটনার দিন হামলার সময় গ্রাম থেকে পালাতে যাওয়ার সময় ৫০ জনকে ধরে ফুটবল মাঠে নেয়া হয়। পরে ৫০ জনের শিরশ্ছেদ করে জঙ্গিরা।

জঙ্গিদের যত নারকীয় হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে ৫০ জনকে একই সঙ্গে শিরশ্ছেদের ঘটনাটি সবচেয়ে ভয়াবহ।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে