ইসিবির চুক্তিবদ্ধ প্লেয়াররা বেতনের ১৫ শতাংশ কম নিতে সম্মত

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০; সময়: ৬:২৭ অপরাহ্ণ |
খবর > খেলা
ইসিবির চুক্তিবদ্ধ প্লেয়াররা বেতনের ১৫ শতাংশ কম নিতে সম্মত

পদ্মাটাইমস ডেস্ক : কোভিড পেনডিমেকের কারণে ইসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা আগামী ১২ মাস তাদের মাসিক বেতনের শতকরা ১৫ ভাগ কম নিতে সম্মত হয়েছে। পয়লা অক্টোবর থেকে ২৩ প্লেয়ারকে কেন্দ্রিয়ভাবে চুক্তিবদ্ধ করেছে ইসিবি।

ইংল্যান্ড ম্যানস ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে গিলস ধন্যবাদ জানিয়েছে টিমস ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপকে।

চ্যালেঞ্জিং এই সময়ে ক্যাপ্টেন জো রুট ও এউইন মরগান টিমের সদস্যদের বোঝানোর দায়িত্ব নিয়ে সফল হয়েছেন বলেও মন্তব্য করেছেন অ্যাশলে গিলস।

ইসিবি আগেই জানিয়েছিল, পেনডেমিকের কারণে চলতি বছরে আর্থিক ক্ষতির পরিমান একশ মিলিয়ন পাউন্ড, আগামী বছরে যেটা প্রায় দ্বিগুন হতে পারে।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে