জীবনের ঝুঁকি নিয়ে বল চুরি করে পালালেন ভক্ত (ভিডিও)

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১২:২৭ অপরাহ্ণ |
খবর > খেলা
জীবনের ঝুঁকি নিয়ে বল চুরি করে পালালেন ভক্ত (ভিডিও)

পদ্মাটাইমস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মাঝে শারজাহ সবচেয়ে ছোট মাঠ। সেখানেই শনিবার ঘটেছে মজার এক ঘটনা। ছক্কা হয়ে মাঠের বাইরে বল চলে গেলে সেটি চুরি করে নিয়ে যান এক ভক্ত। তাও কি না জীবনের ঝুঁকি নিয়ে!

গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালস। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করছিল চেন্নাই। ১৮তম ওভারে দিল্লির পেসার তুষার দেশপান্ডের করা বলে স্ট্রাইকে ছিলেন রবীন্দ্র জাদেজা।

লেগস্টাম্পের বাইরে পায়ের ওপর ওঠা বলটি অবলীলায় ডিপ স্কয়ার লেগ বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে দেন জাদেজা। যেদিকে মারেন সেই পাশের বাউন্ডারির দৈর্ঘ্য যথেষ্ট ছিল। ফলে মাত্র ৭৯ মিটারের ছক্কাটি মাঠের বাইরে চলে যায়।

তখনই ঘটে অদ্ভুত কাণ্ডটি। সাধারণত বল মাঠের বাইরে গেলে দর্শক বা পথচারীরা সেটি কুঁড়িয়ে আবার মাঠে পাঠিয়ে দেন। কিছুদিন আগে এবি ডি ভিলিয়ার্সের বেলায় হয়েছিল এমন কিছু। কিন্তু জাদেজার ব্যাপারে ঘটলো উল্টো ঘটনা।

রিপ্লেতে দেখা যায়, বলটি গিয়ে স্টেডিয়ামের পাশের মূল সড়কের মাঝে পড়ে ছিল। আশেপাশে তাকিয়ে ব্যস্ত রাস্তার মাঝেই সেই বলটি কুড়িয়ে নিয়ে উল্টো পথে দৌড় দেন এক পথচারী। ফলে সেই বল আর ফেরত পাওয়া যায়নি।

ম্যাচটিতে ১৭৯ রান করে চেন্নাই। শেষ ওভারের নাটকীয়তায় এক বল হাতে রেখে ম্যাচটি জিতে যায় দিল্লি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন : …..

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে