১০ জন নিয়ে খেলেও দুর্দান্ত জয় বার্সেলোনার

প্রকাশিত: অক্টোবর ২, ২০২০; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
খবর > খেলা
১০ জন নিয়ে খেলেও দুর্দান্ত জয় বার্সেলোনার

পদ্মাটাইমস ডেস্ক : শিরোপা পুনরুদ্ধারের মিশনে বার্সেলোনাকে বেশ চনমনে আর দুর্দান্ত দেখাচ্ছে। লা লিগার নতুন মৌসুমে নতুন কোচের ছকে বেশ ছন্দে আছে মেসির দল।

বৃহস্পতিবার রাতে সেল্টার মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ছন্দের জাদু দেখালেন মেসি, ফাতি, রবার্তো, কুতিনহো।

যে মাঠে গত পাঁচ বছরে জয়ের মুখ দেখেনি বার্সেলোনা, সেই মাঠেই সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছেন স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেও দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ম্যাচে নিজে গোল করতে না পারলেও দুটি গোলে মেসির অবদান রয়েছে।

আগের ম্যাচে জোড়া গোল দেয়া উদীয়মান ফরোয়ার্ড আনসু ফাতি বৃহস্পতিবারের ম্যাচেও গোল পেয়েছেন।

ম্যাচের প্রথম গোলটা আসে স্পেন দলের সবচেয়ে কম বয়সী এই খেলোয়াড়ের পা থেকেই।

১১ মিনিটের সময় বার্সেলোনাকে এগিয়ে দেন ফাতি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ্প কুতিনহোর পাস ধরে বাম পায়ের আলতো টোকায় জালে প্রবেশ করান ফাতি।

ম্যাচের ৪২ মিনিটের সময় লালকার্ড দেখেন ক্লেমেন্ত লংলে। তাকে লালকার্ড দেখানোর প্রতিবাদ করায় হলুদকার্ড দেখানো হয় জেরার্ড পিকেকে।

যে কারণে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে বার্সেলোনাকে। তবে এই ১০ জন নিয়েই আরও বেশি ধারাল হয়ে ওঠে বার্সা।

ম্যাচের ৫১ মিনিটের সময় কুতিনহোর সঙ্গে বল পাসিং খেলে সেল্টার পোস্টে শট নেন মেসি। কিন্তু সেল্টার লুকাস ওলাজার পায়ে লেগে দিক বদলে বল ঢুকে যায় জালে। ফলে গোলটিকে ধরা হয় আত্মঘাতী। ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করে সেল্টা। মেসির শট ফিরিয়েছিলেন সেল্টা গোলরক্ষক। ফিরতি বলে গোল করেন সার্জিও রবার্তো।

ফল ৩-০ ব্যবধানে জয় নিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের পর দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা গেটাফে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে