দ্বিতীয় করোনা পরীক্ষায় সব ক্রিকেটার নেগেটিভ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
খবর > খেলা
দ্বিতীয় করোনা পরীক্ষায় সব ক্রিকেটার নেগেটিভ

পদ্মাটাইমস ডেস্ক : শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে কয়েক দফায় ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম পরীক্ষায় একজন ক্রিকেটারের আক্রান্ত হওয়ার কথা জানায় বিসিবি। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই দফায় সব ক্রিকেটার নেগেটিভ হয়েছেন।

শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ১৮ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই পরীক্ষায় সব ক্রিকেটার নেগেটিভ হয়েছেন।

শ্রীলঙ্কা সফরের আগে আরও দুটি পরীক্ষা হবে ক্রিকেটারদের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এরআগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছিলেন, তৃতীয় পরীক্ষাটি হবে আগামী ২১ সেপ্টেম্বর। শেষ করোনা পরীক্ষা হবে জাতীয় দলের দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে (২৪ সেপ্টেম্বর)।

বিসিবির আগের জানানো তথ্য অনুযায়ী, তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু এটা এখন আর নিশ্চিত নয়। কারণ কোয়ারেন্টিন জটিলতায় সিরিজটির ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে।

বিসিবি কোনোভাবেই ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে রাজি নয়। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট। একই সঙ্গে বাংলাদেশ যে হাই পারফরম্যান্স দলসহ ৬৫ জনের বহর নিয়ে যেতে চেয়েছিল, সেটাতেও আপত্তি শ্রীলঙ্কার। নির্দেশনায় ৩০ জনের কথা বলেছে শ্রীলঙ্কা।

এমন শর্তে সিরিজ খেলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বিসিবি। এতে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নতুন করে ভাবতে শুরু করেছে শ্রীলঙ্কা। কোয়ারেন্টিনের সময় কমানোসহ নিরাপত্তা বিষয়ক নির্দেশনা শিথিল করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে