করোনামুক্ত নেইমার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
খবর > খেলা
করোনামুক্ত নেইমার

পদ্মাটাইমস ডেস্ক : চলতি মাসের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ভক্তদের জন্য সুখবর, পুরোপুরি সেড়ে উঠেছেন তিনি। এমনকি পুরোদমে অনুশীলনও শুরু করেছেন এই স্ট্রাইকার।

শুক্রবার নিজের টুইটার একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার। তিনি লিখেছেন, Voltei aos treinos, super feliz. O PAI TA ON. (ট্রেনিংয়ে দারুণ সময় কেটেছে। অসাধারন অনুভূতি। বিদায় করোনা)।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শেষে স্পেনের ইবিজিয়া দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন পিএসজির ফুটবলাররা। সেখানে নেইমারের আগে দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পেরেদেসের করোনা পরীক্ষার রিপোর্টে ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই নেইমারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা করা হচ্ছিল। দুইদিন পর আশঙ্কা সত্যি হয়।

সুস্থ হওয়ায় পিএসজির হয়ে নেইমারের আগামী ম্যাচগুলো খেলতে আর কোনো বাধা রইল না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে