আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার ঝুঁকিতে প্রোটিয়ারা

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ৯:৫১ অপরাহ্ণ |
খবর > খেলা
আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার ঝুঁকিতে প্রোটিয়ারা

পদ্মাটাইমস ডেস্ক : সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে দেশটির সরকার। প্রোটিয়া ক্রিকেটারদের দায়িত্ব বুঝে নিয়েছে দেশটির অলিম্পিক বডি।

কিন্তু আইসিসি নিয়মে ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপে বিধি-নিষেধ থাকায় আন্তর্জাতিক খেলায় নিষেধাজ্ঞায় পড়তে পারে কুইন্টন ডি ককরা।

দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন এবং অলিম্পিক কমিটি ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে তাদের সব শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগের নির্দেশ দেয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সিএসএ।

আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তারা। সরকার ক্রিকেটের নিয়ন্ত্রণ নেয়ার পেছনে আছে বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, অলিম্পিক কমিটির গড়া টাস্ক ফোর্স এখন বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত চালাবে। এর আগে ক্রিকেট বোর্ডের ওপর সরকার হস্তক্ষেপ করায় গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করে আইসিসি। পরে অবশ্য সেটা প্রত্যাহারও করা হয়।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে