মেসিকে বার্সায় দেখতে চান না ৬১ শতাংশ দর্শক!

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ১:৫১ অপরাহ্ণ |
মেসিকে বার্সায় দেখতে চান না ৬১ শতাংশ দর্শক!

পদ্মাটাইমস ডেস্ক : বার্সেলোনা বনাম লিওনেল মেসির দ্বৈরথ শেষ। প্রায় দেড় সপ্তাহের গুঞ্জন ও জল্পনা-কল্পনা শেষে আর এক মৌসুম বার্সাতেই থাকার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা। গত কিছুদিনে এটাই ছিল ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় খবর। সম্প্রতি এই ঘটনায় দর্শকদের মনোভাব জরিপ করেছিল ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএস। সেখানে অধিকাংশ দর্শকই চেয়েছেন, মেসি বার্সেলোনায় না থাকুক।

জরিপের বিষয়বস্তু ছিল মেসির বার্সেলোনায় থাকার পক্ষে বা বিপক্ষে কারা আছেন। ফুটবলপ্রেমীদের এই ভোটাভুটিতে ৬১.৬ শতাংশ সমর্থকরা চেয়েছেন বার্সেলোনা ছেড়ে চলে যাক মেসি। অন্যদিকে ৩৮.৪ শতাংশ সমর্থকের চাওয়া মেসি বার্সেলোনায় থাকুক। সবমিলিয়ে ২৬০০০ সমর্থকদের ভোট গ্রহণ করে এএস।

সংবাদমাধ্যম এএস ফলাফল বিশ্লেষণে বলেছে, মেসির প্রতি ভক্তদের ভালোবাসার কমতি পড়েনি। তবে সমর্থকরা চান মেসি নতুন ও ভিন্ন কিছুর স্বাদ গ্রহণ করুক। দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে ইংলিশ বা ইতালিয়ান লিগে গেলে মেসি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পাবেন বলে মনে করছেন তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে