মেসির বার্সেলোনায় থাকার সম্ভাবনা ৯০ শতাংশ!

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
মেসির বার্সেলোনায় থাকার সম্ভাবনা ৯০ শতাংশ!

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমান সময়ে ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় বিষয় মেসির বার্সেলোনায় থাকা। ক্যারিয়ারের শুরু থেকেই এ ক্লাবে থাকা মেসি ছাড়তে চাচ্ছেন দীর্ঘদিনের ঠিকানা। এদিকে কাতালান ক্লাবটি দলের সবচেয়ে বড় তারকাকে হারাতে চাচ্ছে না। মেসি-বার্সা দুই পক্ষের মতবিরোধের সমাপ্তি না হলেও শেষ পর্যন্ত এখানেই থেকে যাবেন আর্জেন্টাইন তারকা, এমনটাই জানিয়েছেন সিজার লুইস।

ক্রীড়াবিষয়ক বিশ্বস্ত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের অন্যতম প্রধান সংবাদকর্মী সিজার লুইস। তিনি বুধবার রাতে টুইট করেছেন, ‘মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল।’ ঘণ্টাখানেক পর আরো একটি টুইটে লুইস লিখেছেন, ‘২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছেন মেসি। খুব সম্ভবত চুক্তির মেয়াদ পূর্ণ করেই যাবেন তিনি।’

এদিকে ট্রান্সফারের বিষয়ে বৈঠক করতে গতকাল বার্সেলোনার কার্যালয়ে গিয়েছিলেন মেসির বাবা। প্রথম দফা বৈঠকে কোনো সুরাহা হয়নি, দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড়। বার্সেলোনার দাবি, মেসি ক্লাব ছাড়তে চাইলে তাকে বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে। অন্যদিকে মেসির দাবি, শর্ত অনুযায়ী তিনি ফ্রি-তে যেকোনো ক্লাবে যেতে পারবেন।

সিজার লুইসের মতো একইরকম তথ্য জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদকর্মী মার্টিন আরেভালোও। তিনিও দাবি করেছেন, লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনাই এখন বেশি।

আরেভালো টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, বার্সায় মেসির ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত আজই হতে পারে। সবচেয়ে বেশি যে সম্ভাবনা তা হচ্ছে বর্তমান চুক্তির মেয়াদ পূরণ করতে বার্সায় থেকে যেতে পারেন মেসি। এই স্ট্রাইকারের সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত। খুব দ্রুতই এর সমাধান করবেন মেসি এবং বিস্তারিত জানাবেন। দেখা যাক কী ঘটে।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে