কোচসহ জাতীয় দলের ১৮ ফুটবলার করোনায় আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
খবর > খেলা
কোচসহ জাতীয় দলের ১৮ ফুটবলার করোনায় আক্রান্ত

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে করে গত দুই দিনে ২৪ খেলোয়াড়ের মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হলো। এছাড়াও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারেরও করোনা শনাক্ত হয়েছে।

ক্যাম্পে যোগ দেয়ার জন্য প্রথম দুই দিনে রিপোর্ট করে ২৪ ফুটবলার। এর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর আক্রান্তদের বাদ দিয়েই ১৩ ফুটবলার এবং দুই স্থানীয় সহকারী কোচ, ফিজিওসহ ২২ জন উঠেছিলেন গাজীপুরের সারা রিসোর্টে। সেখানেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প করা হয়েছে।

জানা গেছে, বাফুফে এসব খেলোয়াড়দের করোনা পরীক্ষা করিয়েছিল। এর মধ্যে যাদের রিপোর্ট পজিটিভ তাদের নামগুলো বাফুফেকে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বাকিরা নেগেটিভ ভেবেই তাদের গাজীপুরের সারা রিসোর্টে নেয়া হয়। কিন্তু বাফুফে গতকাল শুক্রবার জানতে পারে ক্যাম্পে ওঠা ওই ৮ খেলোয়াড়ের মধ্যে ৭ জনই করোনা পজিটিভ।

আরো জানা গেছে, দুই স্থানীয় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সার এবং ফিজিওসহ ৯ জন অফিসিয়ালও ক্যাম্পে উঠেন। তাদের মধ্যে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও করোনা পজিটিভ হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে