ফুটবলার কিরু’র মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীয়া সংস্থার শোক

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
ফুটবলার কিরু’র মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীয়া সংস্থার শোক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ফুটবল দলের প্রাক্তন ফুটবলার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অবসরপ্রাপ্ত কার্যসহকারী আবুল বাসার কিরু আর নেই। দীর্ঘদিন যাবৎ ঢাকার ইস্টান্ড ক্লাব ও ওয়ান্ডার্স ক্লাব, রাজশাহী বিশ্বদ্যিালয়সহ বিভিন্ন ক্লাবের পক্ষে ফুটবল খেলায় অংশ নিয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহে ওয়া …………রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সে ১ ছেলে ও স্ত্রীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা হেতেম খাঁ মসজিদে জানাজা শেষে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়। শুক্রবার গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক ও সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী অনু, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলম ফরহাদ, যুগ্ম-সম্পাদক মোঃ রেজাউল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমান খান, সোনালী অতীত ক্লাবের সভাপতি ও কেন্দীয় যুব লীগের সদস্য মোঃ আশরাফ হোসেন নবাব ও সাধারন সম্পাদক আলী আফতাব তপন অনুরুপ শোক প্রকাশ করেছেন ও শোকস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে