দেশের নামের বানানও জানে না পিসিবি!

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ৫:১৭ অপরাহ্ণ |
খবর > খেলা
দেশের নামের বানানও জানে না পিসিবি!

পদ্মাটাইমস ডেস্ক : রোববার তিনটি করে ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় পাকিস্তান ক্রিকেট দল। এ উপলক্ষ্যে দলকে শুভকামনা জানাতে ভুল করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু টুইটারে জানানো শুভকামনা পোস্টে বাঁধিয়েছে বিপত্তি। সেখানে নিজ দেশের নামের বানানই যে ভুল করেছে তারা!

পিসিবি তাদের টুইটার একাউন্টে দলের সদস্যদের ছবি পোস্ট করে লেখে, ‘পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল। খেলোয়াড়দের জন্য শুভকামনা!’

বাকি সব ঠিক থাকলেও পাকিস্তান বানানে ভুল করে পিসিবি। পাকিস্তান শব্দের ইংরেজি বানানে যেখানে এস বর্ণ দেয়ার কথা, সেখানে দেয়া হয় এ। ফলে পাকিস্তানের বদলে শব্দটির উচ্চারণ দাঁড়ায় পাকিয়াতান।

এটা স্পষ্ট যে টাইপিংয়ের ভুলে এমনটি হয়েছে। কিন্তু যিনি পিসিবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন তার এমন দায়িত্বজ্ঞানহীন কাজ অনেকেই মেনে নিতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে ট্রল ও রসিকতা।

মজার ব্যাপার, ভুল বানানে টুইট করার পরও এক ঘণ্টা সেই টুইট একইভাবে ছিল। ততক্ষণে ক্রিকেট সমর্থকরা এই বিষয় নিয়ে রসাত্মক মন্তব্য শুরু করে দিয়েছেন। পরে অবশ্য ভুল বানানের টুইট মুছে নতুন করে টুইট করে পিসিবি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। নিজ দেশের সমর্থকদের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও বিদ্রুপের শিকার হচ্ছে পিসিবি।

অবশ্য এবারই প্রথম টুইটারে এমন ভুল করেনি পিসিবি। এর আগে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে খোঁচা দিয়ে টুইট করেও সমালোচিত হয়েছিল সংস্থাটি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে করা এক পোস্টেও এরকম দৃষ্টিকটু বানান ভুল করেছিল পিসিবি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে