শেবাগের বাড়িতে পঙ্গপালের হামলা

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৪:১১ অপরাহ্ণ |
খবর > খেলা
শেবাগের বাড়িতে পঙ্গপালের হামলা

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসের কারণে এমনিতেই বিপর্যস্ত অবস্থায় রয়েছে ভারত। তার উপর এবার পঙ্গপাল হানা দিয়েছে দেশটিতে। পাকিস্তানে তাণ্ডব চালিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে পঙ্গপাল। এই কীটরা হামলা করেছে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের বাড়িতেও।

শনিবার দিনের বেলাতেই সারা দিল্লির আকাশ পঙ্গপালে ভরে যায়। দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (এনসিআর) থাকেন শেবাগ। পঙ্গপালের হামলা থেকে রক্ষা পাননি এই তারকা ওপেনারও। তার বাড়িতে পঙ্গপালের হামলার মূহুর্তটি ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শেবাগ।

‘হামলা’ হ্যাশট্যাগ দিয়ে আপলোড করা ভিডিওর ক্যাপশনে শেবাগ লেখেন, ‘পঙ্গপালের আক্রমণ, বাসার ঠিক উপরে।’

ভিডিওতে দেখা যায়, ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে পঙ্গপাল। এছাড়া ভিডিওর শব্দ শুনে বোঝা যাচ্ছিল ঘণ্টা বাজিয়ে স্থানীয়রা পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছেন।

করোনার কারণে লকডাউন শিথিল হলেও বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের হতে মানা করে দিয়েছে দিল্লি সরকার। এছাড়া পঙ্গপালের হামলা থেকে বাঁচতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

https://www.instagram.com/p/CB7ejNPAJtJ/

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে