‘ওয়ানডেতে টাই থাকলে ক্ষতি কি?’

প্রকাশিত: জুন ২৬, ২০২০; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
খবর > খেলা
‘ওয়ানডেতে টাই থাকলে ক্ষতি কি?’

পদ্মাটাইমস ডেস্ক : টানটান উত্তেজনায় ভরপুর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে এক দুঃসহ বেদনার স্মৃতি। প্রায় এক বছর হতে চললেও এখনো সেই ম্যাচের ফল মেনে নিতে পারেননি কিউই ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেইলর সম্প্রতি আরো একবার সেই ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেছেন। প্রশ্ন তুলেছেন ওয়ানডে ফরম্যাটে সুপার ওভারের যৌক্তিকতা নিয়ে।

লর্ডসে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি প্রথমে টাই হয়। এরপর সুপার ওভারের শেষ বলে মাত্র এক রানে ইংল্যান্ডের কাছে হার মানে নিউজিল্যান্ড।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোতে সেই ঘটনার স্মৃতিচারণ করে রস টেইলর বলেন, আমি ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের কোনো প্রয়োজন দেখি না। টেস্টে যেমন ড্র হয় তেমন ওয়ানডে ফরম্যাটে টাই থাকলে ক্ষতি কী?

এই ব্যাটসম্যান আরো বলেন, ওয়ানডে ক্রিকেটে ১০০ ওভার খেলার পরও যদি দুই দল রানের দিক থেকে সমান থাকে, তাহলে আমার মনে হয় না টাই রাখলে ক্ষতি হবে।

এছাড়া সেদিন ফাইনালের দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা যেত বলে মনে করেন টেইলর। তিনি বলেন, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দু’দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে রাখা যেত। আমার তো মনে হয় যুগ্ম চ্যাম্পিয়ন থাকতেই পারে। এটা অস্বাভাবিক না।

ওয়ানডে ফরম্যাটে সুপার ওভার বাতিল হওয়া প্রয়োজন বলে মনে করেন এই কিউই ক্রিকেটার। তিনি বলেন, আমি এখনো ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারে আগ্রহী নই। যেহেতু লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেট হয়, কাজেই টাই হওয়াতে আমার কোনো আপত্তি নেই। টি-টোয়েন্টিতে সুপারওভার হোক, এটা ঠিক আছে। কিন্তু ওয়ানডেতে এর প্রয়োজনীয়তা দেখছি না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে