লঞ্চডুবির ঘটনায় শোকাহত মুশফিক

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ২:০৪ অপরাহ্ণ |
খবর > খেলা
লঞ্চডুবির ঘটনায় শোকাহত মুশফিক

পদ্মাটাইমস ডেস্ক : সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। এমন হৃদয়বিদারক ঘটনায় হতবাক ও শোকাহত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। লঞ্চডুবির ঘটনার পাশাপাশি এই বছরটাই শুভ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় কতগুলো নিরীহ মানুষদের প্রাণহানি হয়েছে! এমন ঘটনায় আমি হতবাক ও শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পর্যন্ত এটি ভালো বছর নয়…’

এর আগে লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করেছিএন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। তিনি লিখেছেন, প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে স্বান্তনা দিতে পারছি না।

দুর্ঘটনা কবলিত ‘মর্নিং বার্ড’ নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটে আসছিলো। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটে যাত্রী নামানোর ঠিক আগ মুহূর্তে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় শ্যামবাজারের কাছে মাঝ নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে