বিভ্রান্ত হবেন না, আমি সুস্থ আছি : মাশরাফি

প্রকাশিত: জুন ২২, ২০২০; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
বিভ্রান্ত হবেন না, আমি সুস্থ আছি : মাশরাফি

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গত শনিবার করোনা পজিটিভ হন এই ত্রিকেটার। এরপর থেকে তার অবস্থার অবনতি হওয়ার কথা শোনা যায়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সবখানে।

তবে এসব কথাকে উড়িয়ে দিয়ে নিজের সুস্থতার কথা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ২২ জুন, সোমবার নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

তিনি ওই পোস্টে লিখেছেন, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।

তিনি আরো লিখেছেন, সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

প্রসঙ্গত, প্রসঙ্গত, তিন-চার দিন ধরে সর্দি-জ্বরে ভুগার পর ২০ জুন, শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন মাশরাফি। এর পরদিন শনিবার পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আগেরদিনের তুলনায় গতকাল ২১ জুন, রবিবার মাশরাফি অনেকটাই ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন তার ভাই মোরসালিন বিন মুর্তজা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে