নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছেন মুস্তাফিজ

প্রকাশিত: জুন ২১, ২০২০; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
খবর > খেলা
নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছেন মুস্তাফিজ

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ বছর আগে ২০১৫ সালের জুনে মুস্তাফিজুর রহমানের ওয়ানডে অভিষেক হয়েছিল। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সদর্পে পা রাখেন তিনি। এরপর বেশ কিছু দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে হয়ে ওঠেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দীর্ঘদিন ধরেই তার বোলিংয়ের ধার কমে এসেছে। তাই এবার নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বর্তমানে আক্রমণের ধার বাড়াতে বল কীভাবে সুইং করবেন তা শিখার চেষ্টা করছেন তিনি। এ ব্যাপারে এক ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে মুস্তাফিজুর বলেন, ‘আমি বলটি কীভাবে সুইং করব তা নিয়ে কাজ করছি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমি ম্যাচের প্রথম দিকে বল করার চেষ্টা করছিলাম। কারণ যদি প্রথম দিকে বল করে উইকেট পাই তবে আমার দলের উপকার হবে।’

তিনি আরো বলেন, ‘মাশরাফী ভাই চলে গেলে কাউকে সেই জায়গা নিতে হবে। সেই দায়িত্ব নিতে প্রস্তুত হওয়ার জন্য আমি সুইং এবং বোলিংয়ে ভ্যারিয়েশন আনার ব্যাপারে কাজ করছি। যদি আমি প্রথম পাঁচ ওভারের মাঝে ঠিকঠাক উইকেট ফেলতে পারি তবে আমার দল সুবিধা পাবে। ইনসুইং আয়ত্তের দিকে আমি বিশেষভাবে মনোনিবেশ করেছি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে