ক্যারিয়ারে প্রথমবার এমন হতাশার সম্মুখীন রোনালদো

প্রকাশিত: জুন ১৮, ২০২০; সময়: ১২:২৪ অপরাহ্ণ |
খবর > খেলা
ক্যারিয়ারে প্রথমবার এমন হতাশার সম্মুখীন রোনালদো

পদ্মাটাইমস ডেস্ক : পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পেশাদার ফুটবল খেলছেন সেই ২০০৩ সাল থেকে। দীর্ঘ ক্যারিয়ারে দিনে দিনে নিজেকে নিয়ে গেছেন আরো উপরের দিকে। বিশেষ করে কোনো টুর্নামেন্টের ফাইনাল মানেই যেন তার জয়। কখনো হারের মুখ দেখলেও পরেরবার ঠিকই শিরোপা জিতে ফিরেছেন। কিন্তু ক্যারিয়ারে এই প্রথম পরপর দুটি ফাইনাল হারলেন সিআর সেভেন।

বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলছেন রোনালদো। গত বছর লাজিওর বিপক্ষে সুপারকোপা ইতালিয়ানার ফাইনালে হেরেছিল জুভেন্টাস। এরপর বুধবার রাতে নাপোলির বিপক্ষে হেরে কোপা ইতালিয়ার শিরোপাও হাত ছাড়া করেছে জুভরা। দুইবারই সম্পূর্ণ সময় মাঠে থাকলেও দলকে জেতাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

ক্লাব ক্যারিয়ারে জুভেন্টাস ছাড়াও স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ হয়ে খেলেছেন রোনালদো। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টের পাশাপাশি মহাদেশীয় লড়াইয়েও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স-আপ হয়েছেন। কিন্তু ১৭ বছরের ক্যারিয়ারে কখনোই টানা দুই ফাইনালে হারের মুখ দেখেননি ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে এবার সেই স্বাদও পেলেন তিনি।

করোনার প্রভাবে তিন মাস খেলা বন্ধ থাকার পর গত সপ্তাহে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো। তবে প্রথম লেগে এগিয়ে থাকায় ড্র করেও ফাইনাল নিশ্চিত করে জুভেন্টাস।

অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালেও নিষ্প্রভ ছিলেন রোনালদো। নির্ধারিত সময়ে গোলের জন্য তিনটি শট নিলেও বল জালে জড়াতে পারেননি পর্তুগীজ অধিনায়ক। গোল শূন্য ড্রয়ের কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কোচ সারিও রোনালদোর ওপর ভরসা পাননি।

দলের অন্যরাও লক্ষ্যভেদে ব্যর্থ হলে ৪-২ ব্যবধানে শিরোপা জেতে নাপোলি। অন্যদিকে ব্যতিক্রমী অভিজ্ঞতার সম্মুখীন হন রোনালদো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে